মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্ক

জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে র‌্যালি, পথসভা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠনো সংবাদ-

মাদারীপুর: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজারে একটি র‌্যালি ও পথসভার আয়োজন করা হয়। এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।

বক্তারা এসময় আরো বলেন, গণতান্ত্রকি ব্যবস্থা ছাড়া রাষ্ট্র ও সমাজ সুষ্ঠু ও সুন্দরভাবে চলা সম্ভব নয়।

এখন
দেশে কারো জীবনের নিরাপত্তা নেই। কথা বলার অধিকার নেই। হারিয়েছে ভোটের অধিকার। তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলকি অধিকার আদায়ে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলি জাহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক
অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন মফা খান, সাধারণ সম্পাদক ফারুক, শিবচর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী জসিম উদ্দিন মৃধা প্রমুখ।

বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ: দুপুর ১২টায় জেলা জাতীয়তাবাদী যুবদল নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, শাহনাজ খাতুন, দেলশাদ তাহমিনা প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)