পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ইমন চৌধুরী, পিরোজপুর

পিরোজপুর জেলার ৭টি উপজেলার মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে আশা ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় একটি সভাকক্ষে শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুরের ৭ টি উপজেলার সুবিধা বঞ্চিত আশার সদস্য’র ছেলে-মেয়েদের ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন প্রত্যেককে ১১,০০০ হাাজার টাকা বৃত্তি প্রদান হয়।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ  সহদেব চন্দ্র পাল।  

এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, আশা’র ইভিপি (অপারেশন) সুমন আহমেদ, ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান প্রমুখ। ।

২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, আশা’র এমন ভালো উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই। মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সবাই একটু সহযোগিতার হাত বাড়ালেই তারা আরও ভালো ফলাফল করার সুযোগ পাবে।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল