বিএসএফ’র গুলিতে কিশোর নিহত, কড়া প্রতিবাদ বিজিবির

বিএসএফ’র গুলিতে কিশোর নিহত, কড়া প্রতিবাদ বিজিবির

অনলাইন ডেস্ক

বাঁশজানি ও ভারতীয় দীঘলটারী সীমান্তে ৯৭৫নং মেইন পিলারের সাব পিলার ৮ ও ৯ এর মাঝখানে জিরো পয়েন্টে বিএসএফ’র গুলিতে আখেরুল শেখ (১৭) নামে এক ভারতীয় গরু পাচারকারী নিহত হয়েছে।

আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম-২২বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মরদেহ ভারতীয় পুলিশ নিয়ে গেছে।

সীমান্তে টহল জোড়দার করা হয়েছে বলে জানান বিজিবি ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক।

তিনি বলেন, প্রথমে নিহত কিশোর বাংলাদেশি না ভারতীয় এ নিয়ে সংশয় সৃষ্টি হয়। পরে ভারতীয় বিএসএফ সদস্যরা লাশ শনাক্ত করার পর তাকে সকাল ১০টার দিকে নিজেদের অভ্যন্তরে নিয়ে যায়। বাংলাদেশের বাঁশজানি ও ভারতীয় দীঘলটারী সীমান্তে ৯৭৫নং মেইন পিলারের সাব পিলার ৮ ও ৯ এর মাঝখানে জিরো পয়েন্টে কিশোর আখেরুলের লাশ পরে ছিল।

আর বাংলাদেশের অভ্যন্তরে নো-ম্যান্সল্যান্ডে একটি বাছুর পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিজিবি ক্যাস্পে খবর দেয়। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারে। বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় টহল জোড়দার করা হয়েছে।

ভুরুঙ্গমারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, নিহত আখেরুল শেখ দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)