‘সরকারের সারা গায়ে কাঁদা লেগে গেছে’

‘সরকারের সারা গায়ে কাঁদা লেগে গেছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি

আবারো নিরপেক্ষ, তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষার অধিকার আদায় না হওয়া পর্যন্ত পরাজয় স্বীকার করা হবে না। জনগণের শক্তির কাছে সব অপশক্তি পরাজিত হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান মির্জা ফখরুল।

তিনি সোমবার দুপুরে মির্জা রুহুল আমীন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।

কার কাছে যাবেন-যেখানে সরকার ভক্ষক, তাঁর এজেন্সিগুলো ভক্ষকের ভুমিকা পালন করছে।

মির্জা ফখরুল বলেন, এ সরকার নতজানু সরকার-আর নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে কোনো দিন জাতিকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবে না।

সরকার বাংলাদেশকে ক্যাসিনো রাষ্ট্র বানাতে চায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার কৃত্রিম ভাবে উন্নয়ন দেখিয়ে যাচ্ছে।

এই উন্নয়ন আত্মহননকারী। যে উন্নয়ন পরনির্ভরশীল করে দেবে, যে উন্নয়ন ঋণগ্রস্ত করবে-সে উন্নয়ন, উন্নয়ন হতে পারে না।

মির্জা ফখরুল বলেন, এ সরকার শুদ্ধ নয়, এ সরকারের সারা গায়ে কাঁদা লেগে গেছে। কিন্তু এই শুদ্ধি চুনোপুটিদের নিয়ে করা হচ্ছে। তাদের নিয়ে কখন শুদ্ধি হতে পারে না।

জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসিান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা
ফয়সল আমীন প্রমুখ।

এর আগে মির্জা ফখরুল জেলা কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় ও দলীয় পতা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)