সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিসিবি বলেছে তারা সাকিবের পাশে থাকবে। এ বিষয়ে আমাদের আসলে বেশিকিছু করার নেই।

মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে ন্যাম সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, সাকিবের উচিত ছিল বিষয়টি আইসিসিকে জানানো। যখন তাকে প্রস্তাব দিয়েছিল তখন সাকিব গুরুত্ব দেয়নি।

সাকিব ভুল করেছে।

তিনি আরও বলেন, আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের খুব বেশিকিছু করার থাকে না। সারা বিশ্বের ক্রিকেটে সাকিবের একটা অবস্থান আছে। বিসিবি তার পাশে থাকবে বলেছে।

মঙ্গলবার বিকেল চারটায় শুরু হওয়া গণভবনে এ সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত আছেন।

শুরুতেই প্রধানমন্ত্রী এবারের ন্যাম সম্মেলনে তার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে এ সম্মেলনে যোগ দেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)