যুদ্ধ করবে এমন চালকবিহীন গাড়ি বানাল খুদে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

সহজে ও কম সময়ে এক স্থান থেকে অন্যস্থানে পণ্য পরিবহণ সুবিধা নিশ্চিত করতে খুলনার নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের খুদে শিক্ষার্থীরা তৈরি করেছে অটোমেটিক অবস্টেকল এভোয়েট রোবট।

এই প্রযুক্তিতে গাড়ির ইঞ্জিন ও সামনের অংশে সেন্সর বসানো থাকবে। এতে করে দুর্ঘটনা ছাড়াই গন্তব্যে মালামাল পৌঁছে দিতে পারবে গাড়িটি।

প্রয়োজনে যুদ্ধ ক্ষেত্রেও শত্রুর মোকাবিলায় চালকবিহীন গাড়ি ব্যবহার করা যাবে।

কলেজের বার্ষিক বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা খুদে আবিস্কারগুলো প্রদর্শন করেন।

খুলনার নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির রিয়ার এডমিরাল মোহাম্মদ মুছা জানান, আমাদের দেশের জন্য একটা বড় সম্পদ। এ ধরণের মেলা অন্য স্কুলেও হওয়া দরকার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)