লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধের’ মাদক কারবারি গুলিবিদ্ধ

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধের’ মাদক কারবারি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ বাবুল মিয়া ওরফে কালা বাবুল (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যিনি মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

তিনি ওই এলাকার হরিনচওড়া বাশদাও গ্রামের সাহানাত আলী ন্যাংড়ার ছেলে।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, বুধবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের লালমনিরহাট সরকারি কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৬৫ পিস ইয়াবাসহ কালা বাবুলকে আটক করে।

এরপর তার দেওয়া তথ্যমতে ভোরে বাবুলকে নিয়ে পুনরায় অভিযান চালালে কালমাটি পাকারমাথা এলাকায় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় পুলিশ তিন রাউন্ড রাবার বুলেটের গুলি ছুঁড়লে কালা বাবুলের দুই পায়ে লেগে আহত হন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় কনস্টেবল আব্দুল ওহাব ও আশাদুজ্জামান আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

কালা বাবুলের বিরুদ্ধে দুইটি মাদকসহ তিনটি মামলা রয়েছে বলে জানান ডিবি ওসি মকবুল হোসেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর