পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হয় নি বলে নয়াদিল্লি যে অভিযোগ করেছে আন্তর্জাতিক বিমান সংস্থা বা আইসিএও তা প্রত্যাখ্যান করেছে। ফার্স্ট পোস্ট এ খবর দিয়েছে। আন্তর্জাতিক বিমান সংস্থা বলেছে, যখন কোনো বিমানে জাতীয় পর্যায়ের নেতাদের বহন করা হয় তখন সে বিমানকে রাষ্ট্রীয় বিমান হিসেবে গণ্য করা হয়; সেটি আর ব্যক্তিগত বিষয় থাকে না। আন্তর্জাতিক বিমান সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে ফার্স্ট পোস্ট জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থা শুধুমাত্র বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে সরকারকে সাহায্য করে কিন্তু রাষ্ট্রীয় কিংবা সামরিক বিমান চলাচলের ক্ষেত্রে সংস্থা কোনো সাহযোগিতা করে না।
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আন্তর্জাতিক একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়ার জন্য গত ২৮ অক্টোবর সৌদি আরব সফর করেন। সে সময় ভারত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য ইসলামাবাদের অনুমতি চেয়েছিল কিন্তু পাকিস্তান সরকার ভারতের সে অনুরোধ রাখে নি। গত রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ভারতের অনুরোধ পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। তিনি জানান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের উপর দিল্লি সরকার যেভাবে গণহারে মানবাধিকার লংঘন করছে তার প্রতিবাদ ইসলামাবাদ ভারতকে তার আকাশসীমা ব্যবহার না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।