নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনায় ফিরলেন মেসি

নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনায় ফিরলেন মেসি

অনলাইন ডেস্ক

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসি। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচের জন্য মেসিকে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

ব্রাজিলের মাটিতে গত কোপা আমেরিকা আসরের সময় লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ এনে আন্তর্জাতিক ম্যাচে ৩ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ৩২ বছর বয়সী মেসি। এই তিন মাসে চারটি ম্যাচে নামা হয়নি তার।

২৬ সদস্যের দলে মেসির সঙ্গে সার্জিও আগুয়েরোকেও রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার পর দলে ডাক পড়ছিল না ম্যানসিটি তারকার।  

তবে পিএসজি ফরোয়ার্ড মাউরো ইকার্দি ও প্লে-মেকার ডি মারিয়ার দলে জায়গা হয়নি। আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

১৮ নভেম্বর ইসরায়েলে প্রতিপক্ষ উরুগুয়ে।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: আগুস্টিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ, এস্তেবান আন্দ্রাদা।

ডিফেন্ডার: হুয়ান ফোয়েথ, রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, হের্মান পেজ্জেল্লা, মার্কোস রোহো, ওয়াল্টার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, নেহুয়েন পেরেজ, গুইডো রদ্রিগুয়েজ।
 
মিডফিল্ডার: জিওভানি লো সেলসো, লেয়েন্দ্রো পারেদেস, নিকোলাস ডোমিনগুয়েজ, রদ্রিগো ডে পল, মার্কোস অ্যাকুনা, রবের্তো পেরেইরা, লুকাস ওকামপোস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস গঞ্জালেস, লুকাস আলারিও, লৌতারো মার্তিনেজ, পাওলো দিবালা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল