ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম জেএসসি পরীক্ষা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম জেএসসি পরীক্ষা

সৈয়দ নোমান, ময়মনসিংহ প্রতিনিধি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার মধ্য দিয়ে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার দেশের ১১তম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার ১২৫টি পরীক্ষা কেন্দ্রে এক হাজার ৪৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৬৩ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয় ও মুকুল নিকেতন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন।

পরে সাংবাদিকদের কাছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই বোর্ডের অধীনে প্রথম পরীক্ষা এটি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর ২০১৭ সালে ২৮ আগস্ট দেশের ১১তম ‘ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’ গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে বোর্ডের কার্যক্রম শুরু হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)