বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ‘আমার বাড়ি, আমার নিরাপত্তা’ কর্মশালা

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ‘আমার বাড়ি, আমার নিরাপত্তা’ কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট-এর আয়োজনে স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে ‘আমার বাড়ি আমার নিরাপত্তা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ নগরীর সিলভার ক্যাসেল হোটেল এন্ড স্পায় এ কর্মশালায় ৬০ জন স্থানীয় বাড়ি নির্মাতা অংশগ্রহণ করেন। এছাড়াও ছয়জন প্রকৌশলী ও ১২ জন ঠিকাদার অংশ নেন।  

অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবাড়িতে ভাল সিমেন্টের গুরুত্ব, অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়।

বসুন্ধরা সিমেন্টের ঢাকা উইং এর এজিএম পলাশ আক্তার জানান, নিরাপদ বাড়ি নির্মাণে বসুন্ধরা সিমেন্টের বিকল্প নেই। এছাড়াও যে কোনো স্থাপত্য নির্মাণে বসুন্ধরার গুণগত মান অনণ্য। ধারাবাহিক গূণগত মানের জন্য বর্তমানে দেশের সবচাইতে বড় প্রকল্প পদ্মা সেতু, নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর এপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ বড় বড় স্থাপনা গুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মোর্শেদ।

বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।  

অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সাইফুল ইসলাম (ম্যানেজার, মার্কেটিং ফাংশান), আতিকুর রহমান (ডি এস আই, ময়মনসিংহ ডিভিশন), সারোয়ার মোর্শেদ (এস এম, ময়মনসিংহ এরিয়া), প্রকৌশলী মারুফ বিল্লাহ ও জুয়েল রানা উপস্থিত ছিলেন।

এছাড়াও মেসার্স নিউ আন ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবলু, মেসার্স হায়দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হায়দার আলীসহ বসুন্ধরা সিমেন্টের ডিলারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র এর পুরষ্কার প্রদান, অনুষ্ঠানে অংশ নেয়া সবার মাঝে উপহার ও রাতের খাবার পরিবেশন করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল