নির্মাণশিল্পীদের দক্ষতা বাড়াতে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা

নির্মাণশিল্পীদের দক্ষতা বাড়াতে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা

অনলাইন ডেস্ক

নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এক কর্মশালা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জামালপুর শহরের বেলটিয়ায় লুইস ভিলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট।

কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন জামালপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এ এইচ এম মোস্তফা কামাল সুমন।

বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ্ আল মামুন এবং ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ।

বক্তারা বলেন, ধারাবাহিক গুণগতমানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মত বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষে বসুন্ধরা সিমেন্ট ঢাকা উইংয়ের এ জি এম পলাশ আকতার, মার্কেটিং ফাংশনের ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল, ময়মনসিংহ ডিভিশনের ডেপুটি ম্যানেজার, মো. আতিকুর রহমান, টাঙ্গাইল এরিয়ার এএসএম মো. আব্দুল্লাহ্ এবং টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার জুয়েল রানা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বসুন্ধরা সিমেন্টের এ কর্মশালায় জেলার ৫০ জন রাজমিস্ত্রি অংশ নেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)