চীন-রাশিয়া-ইরানের যৌথ মহড়া শিগগিরই

চীন-রাশিয়া-ইরানের যৌথ মহড়া শিগগিরই

অনলাইন ডেস্ক

শিগগিরই ইরান, চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালাবে। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে যৌথ মহড়া শুরু হবে। তেহরান সফররত চীন ও রাশিয়ার নৌ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানান।

খানজাদি আরও বলেছেন, বর্তমানে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট সাগরতল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এ সংক্রান্ত সরঞ্জাম ব্যাপক সংখ্যায় তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, কাস্পিয়ান সাগরে ইরানের যে নৌবহর রয়েছে তা সেখানে দ্বিতীয় বৃহত্তম। কাস্পিয়ান সাগরে বৃহত্তম নৌবহরের অধিকারী হচ্ছে রাশিয়া।

লজিস্টিক ক্ষেত্রে ইরানের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছে বলে জানান ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান।

নিউজ টোয়েন্টিফোর /তৌহিদ