মাহমুদউল্লাহ-মুশফিকদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মাহমুদউল্লাহ-মুশফিকদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল। ভারতের মাঠে ঐতিহাসিক জয় পাওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করেছে। ভারতকে পরাজিত করায় দেশবাসীর সঙ্গে আমিও আনন্দিত এবং গর্বিত।

আমার বিশ্বাস এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে ট্রফি জিতবে। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।

রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টস হেরে প্রথমে ব্যাট করে শফিউল ইসলামের গতি আর তরুণ আমিনুল ইসলাম বিপ্লবের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রানে ইনিংস গুটায় স্বাগতিক ভারত।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল