'দলকে জয় উপহার দিতে এভাবে অবদান রাখতে চাই'

'দলকে জয় উপহার দিতে এভাবে অবদান রাখতে চাই'

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ে অগ্রণী ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। জাতীয় দলের এ অভিজ্ঞ ব্যাটসম্যান অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার ব্যাটে ভর করেই ভারতের বিপক্ষে নবম টি-টোয়েন্টিতে প্রথম জয় পায় বাংলাদেশ।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ম্যাচসেরার পুরস্কার জেতা মুশফিকুর রহিম বলেন, আমি একজন ক্রিকেটার হিসাবে নিজের উন্নতির পাশাপাশি দলকে জয় উপহার দিতে প্রতিটি খেলায় সর্বোচ্চ দেয়ার চেষ্টা করি।

এভাবেই করে যাব। ভারতের মাঠে জয় পেয়ে খুব ভালো অনুভব হচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের মাঠে বিশাল সমর্থকের সামনে খেলা আসলেই অন্যরকম অনুভূতি তৈরি হয়। আমি এবং সৌম্য সরকার ব্যাটিংয়ে থাকা অবস্থায় মনে হয়েছে, দুইজনের একজন শেষ পর্যন্ত খেলতে পারলে দলকে জয় উপহার দিতে পারব।

সেটি করতে পেরে ভালো লাগছে। আমি মনে করি সৌম্য অসাধারণ ব্যাটিং করেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

এই রকম আরও টপিক