দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে জিকে শামীম

দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে জিকে শামীম

অনলাইন ডেস্ক

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে বিতর্কিত ব্যবসায়ী জিকে শামীমকে। ২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দয়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে দুদক কার্যালয়ে আনা হয় তাকে।

দুদক উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দিনের মতো জিকে শামীমকে দুদক কার্যালয়ে আনা হয়েছে।

তার বিরুদ্ধে এরই মধ্যেই মামলা করেছে দুদক। তদন্ত চলছে। আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদের আনা হয়েছে তাকে।

এর আগে গতকাল রোববার (৩ নভেম্বর) দুপুরে জিকে শামীমকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

এর আগে শামীম ও খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ ভূঁইয়াকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল