‘কানাডায় ক্যাসিনোর টাকায় বেগমপাড়া’

‘কানাডায় ক্যাসিনোর টাকায় বেগমপাড়া’

রিপন হোসেন, যশোর প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ জেনে গেছে কারা দুর্নীতির হোতা। কারা দুর্নীতিবাজ। কাদের ইঙ্গিতে দুর্নীতি হচ্ছে দেশে। চুনোপুটি ধরে লাভ হবে না।

মানুষকে বোকা বানানো যাবে না। যারা ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, মানুষ তাদের চেনে।

আজ সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ফখরুল।

তিনি বলেন, সংবাদপত্রে প্রচার হয়েছে, এক লাখ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে।

ক্যাসিনোর মাধ্যমেও পাচার হয়েছে। কানাডায় বেগমপাড়া বলে একটি পাড়া তৈরি হয়েছে। যেখানে তাদের লোকজন বাড়ি করছে। মালয়েশিয়া, ইংল্যান্ডেও বাড়ি করছে।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে উন্নয়নের কথা বলে তামাশা দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খশরু মাহামুদ চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান
মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারনের উপদেষ্টা মেহেদি হাসান রুমি, নজরুল ইসলাম মঞ্জু, আজিজুল বারী হেলাল, আবুল কালাম আজাদ, শাহারুজ্জামান মোর্তজাসহ খুলনা বিভাগের দশ জেলার নেতারা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)