‘বিদেশি গরু নয়, দেশি গরু গো-মাতা’

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

‘বিদেশি গরু নয়, দেশি গরু গো-মাতা’

অনলাইন ডেস্ক

‘বিদেশি গরু নয়, দেশি গরু গো-মাতা’। এমন মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তার এ মন্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ ও গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ দাবি করেছেন, বিদেশি গরু গো-মাতা নয়।

এর অবশ্য মনগড়া কারণও তুলে ধরেছেন তিনি।

সোমবার বর্ধমানের ওই অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গরুর দুধের রঙ সোনালি হয়। আর বিদেশি গরু তো হাম্বা হাম্বাও ডাকে না।

তাই গো-মাতা হয় কীভাবে?

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)