সমস্যার বেড়াজালে রাঙামাটি সরকারি কলেজ

সমস্যার বেড়াজালে রাঙামাটি সরকারি কলেজ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

নানা সমস্যায় জর্জরিত রাঙামাটি সরকারি কলেজ। শিক্ষার্থীদের জন্য নেই হোস্টেল, নেই যাতায়াতের নিজস্ব পরিবহণ। আছে শিক্ষক সংকট। এতে মারাত্মক ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।

আবাসন সংকটের কারণে ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীদের।

তবে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বলছেন, অবকাঠামোগত উন্নয়ন হলে চিত্র বাদলে যাবে প্রতিষ্ঠানটির। তাই প্রাচীন এ বিদ্যাপীঠটির ঐতিহ্য ধরে রাখতে হলে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে এ জেলায় প্রথম স্থাপিত হয় রাঙামাটি সরকারি কলেজ।

জেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেশ জনপ্রিয়তাও লাভ করে। বৃদ্ধি পায় শিক্ষার্থীদের সংখ্যা। তবে র্দীঘদিনেও অবকাঠামোগত উন্নয়নের ছোয়া লাগেনি এ প্রতিষ্ঠানে। ফলে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে কলেজটির ভবনসহ শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল। এতে রাঙামাটির দুর্গম উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের আবাসন সংকট দেখা দিয়েছে।

ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীদের। বিকল্প কোনো ভবন না থাকায় তাই ঝুকি নিয়ে যাবতীয় শিক্ষা কর্যক্রম চলেছে। একই ছাদের নিচে চলছে ক্লাশ, পরীক্ষা ও অফিস। কলেজ ভবনের খসে পড়ছে প্লাস্টার, ভেঙ্গে পড়ছে দেওয়ালের অংশ বিশেষ। এতো শঙ্কার মাঝেও এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে প্রায় ১২শ অধিক শিক্ষার্থী।

অন্যদিকে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠাটির শিক্ষক সংকট। ৫৯ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছে মাত্র ৪৭জন। বাংলা, রাষ্ট্র বিজ্ঞান, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, হিসাব বিজ্ঞান ও প্রাণি বিজ্ঞানসহ শিক্ষকের পদ শূণ্য রয়েছে ১২জনের। র্দীঘদিন এসব বিষয়ে শিক্ষক সংকট থাকায় মারাত্মক সমস্যায় পরেছে শিক্ষার্থীরা। ফলে আশানুরূপ মিলছে না পরীক্ষার ফলাফল।

শিক্ষার্থীরা বলছে, একদিকে আবাসন সংকট, অন্যদিকে যাথায়াতের দুর্ভোগ। তার উপর নেই পর্যাপ্ত শিক্ষক। সব মিলে রাঙামাটি সরকারি কলেজটির বেহাল অবস্থা। এ সমস্যা দীর্ঘ দিনের হলেও সমাধানের তেমন কোনো কার্যকর উদ্যোগ নেইনি সংশ্লিষ্টরা। তাই বাধ্য হয়ে পাহাড়ের শিক্ষার্থীরা শহরের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভিড় করছে।

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঈন উদ্দীন জানান, প্রশাসনিক ভবনটির কাজ চলছে। আপাতত দ্বি-তলার কাজ সম্পন্ন হয়েছে। তৃতীয় তলার কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়নের চলমান কাজগুলো সম্পন্ন হয়ে গেলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রাঙামাটি সরকারি কলেজের চিত্র বদলে যাবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)