অচেতন করে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

অচেতন করে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

পরকীয়ার জেরে স্বামী আলহাজ সর্দারকে পিঠার সঙ্গে ওষুধ খাইয়ে হত্যার দায়ে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী আসমা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন। মঙ্গলবার বেলা একটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১২ জানুয়ারি জেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামে ছত্তার সর্দারের ছেলে আলহাজ সর্দারকে পরকীয়া প্রেমের কারণে তার স্ত্রী আসমা বেগম খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে ফাঁস দিয়ে স্বামীকে হত্যা করা হয়।

এই ঘটনায় পরের দিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ তদন্তে একজন আসামিকে অব্যাহতি প্রদান করে। পরে আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি আসমা বেগম দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)