প্রবাসী ভোটাররা যেন দালালের খপ্পরে না পড়েন: সিইসি

প্রবাসী ভোটাররা যেন দালালের খপ্পরে না পড়েন: সিইসি

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, প্রবাসী ভোটাররা অনলাইনে আবেদনের সময় খেয়াল করবেন যেন ভুল না হয়। ভুল হলে আমরা আবেদন নেব না। আর মধ্যস্বত্বভোগী-দালালদের খপ্পরে পড়বেন না।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে অনলাইনে প্রবাসে বসেই ভোটার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, শ্রমিক বা বৃদ্ধ যারা পিছিয়ে আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন দালালদের খপ্পরে পড়ে। কঠিন কিছু হলে কারও সহায়তা নিয়ে ফরমটা অনলাইনে পূরণ করে নেবেন। দালালদের খপ্পর থেকে দূরে থাকবেন।

অনলাইনে ভোটার হওয়ার জন্য services.nidw.gov.bd-এ গিয়ে আবেদন করতে হবে।

মোট ছয়টি ডকুমেন্ট দিতে হবে প্রবাসীদের ভোটার হওয়ার জন্য। এগুলো হলো পাসপোর্টের ফটোকপি, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের ফটোকপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি, বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বরসহ অঙ্গীকারনামা, বাংলাদেশে কোথাও ভোটার হননি মর্মে লিখিত অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল