নিহত আইএস প্রধান বাগদাদির বোন আটক

নিহত আইএস প্রধান বাগদাদির বোন আটক

অনলাইন ডেস্ক

সিরিয়ায় মার্কিন অভিযানে নিহত আইএস নেতা আবু বকর আল-বাগদাদির বোনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তুরস্ক।

সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুর্কি নিয়ন্ত্রিত শহর আজাজ এলাকা থেকে তাকে স্বামী ও ছেলের স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। সিনিয়র এক তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

৬৫ বছর বয়সী রাসমিয়া আবাদকে আটকের সময় তার সঙ্গে ৫ শিশুও ছিল বলে জানা গেছে।

ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি বাগদাদির বোনের কাছ থেকে আইএসের অভ্যন্তরীণ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের করত পারব।

আটক নারী বাগদাদির বোন কিনা বিষয়টি রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ওই নারী বাগদাদির বোন সে বিষয়ে অল্প কিছু স্বতন্ত্র তথ্য রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়, গত ২৬ অক্টোবর মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি।

পরে ওই অভিযানের কথিত স্যাটেলাইট ভিডিও প্রকাশ করে ওয়াশিংটন।

সবশেষ ৩১ অক্টোবর আইএসের পক্ষ থেকেও বাগদাদি হত্যার সত্যতা নিশ্চিত করে জঙ্গিদের নতুন নেতার নাম ঘোষণা করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল

সম্পর্কিত খবর