মংলায় ১৮৫ মিটার দৈর্ঘ্যের জাহাজ

মংলা বন্দরে সাইপ্রাস পতাকাবাহী ‘এমভি ক্যাপে সাইরস’

মংলায় ১৮৫ মিটার দৈর্ঘ্যের জাহাজ

শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রতিনিধি

মংলা বন্দরে কন্টেইনার নিয়ে ভিড়েছে সর্বোচ্চ দৈর্ঘ্যের একটি বিদেশি জাহাজ। সাইপ্রাস পতাকাবাহী ‘এমভি ক্যাপে সাইরস’ নামের বিদেশি এই কন্টেইনার জাহাজটি গতকাল সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করার পর পণ্য খালাসের কাজ চলছে।

১৮৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে কন্টেইনারে করে আমদানীকারকরা ৩ হাজার ৮৬০ মেট্টিক টন পণ্য মংলা বন্দরে এনেছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মংলা বন্দরে এর আগে এত বড় দৈর্ঘ্যের কন্টেইনারবাহী জাহাজ আর কখনও আসেনি, এটাই প্রথম।

জাহাজটি মংলা বন্দরে জেটিতে নোঙ্গর করার পর থেকে কন্টেইনার নামানোর কাজ চলছে। আজ (বুধবার) কন্টেইনার খালাসের পর জাহাজটি মালয়েশিয়ার টিপিপি বন্দরের উদ্দেশ্যে মংলা বন্দর ত্যাগ করবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)