'এই সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে'

'এই সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে'

অনলাইন ডেস্ক

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে বর্তমানে গুজরাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল ম্যাচের আগে শেষ অনুশীলন করেন টাইগাররা। অনুশীলন শেষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন উইকেট দেখে প্রয়োজনে একাদশে পরিবর্তন হতে পারে।

এ সময় মাহমুদউল্লাহ জানান, আমাদের প্রথম ম্যাচ জিতেছি এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।

তবে আমরা বসে নেই। সবাই অধীর আগ্রহে আছে এবং সেরাটা অনুশীলনে দেওয়ার চেষ্টা করছে।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে ভারত তো মরিয়া হয়ে আছে, সেটাকে কিভাবে দেখছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, 'তারা যেমন মরিয়া হয়ে আছে। আমরাও মরিয়া হয়ে আছি।

কারণ আমাদের সামনে অনেক বড় সুযোগ। আমরা এই সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে। '

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কি আগের একাদশ নিয়ে খেলবেন নাকি পরিবর্তন হতে পারে? এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'আপাতত মনে হচ্ছে না। আগামীকাল উইকেট দেখে সিদ্ধান্ত নিব।

যদি প্রয়োজন হয় তাহলে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। অন্যথায় উইনিং কম্বিনেশন রাখার চেষ্টা করব। যেহেতু এই মাঠে এভারেজ ১৭০-১৮০ রান উঠছে, সেহেতু উইকেট দেখে প্রয়োজনে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। '

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল