দূষিত বায়ুর শহর দিল্লির পরেই ঢাকা

অনলাইন ডেস্ক

বিশ্ব বায়ু পরিস্থিতি প্রতিবেদন ২০১৯ এর তথ্য মতে দূষিত বায়ুর শহরের তালিকায় দিল্লির পরেই অবস্থান ঢাকা শহরের। জনস্বাস্থ্য ঝুকিঁতো আছেই, সেই সাথে বায়ু দূষণ কমানো না গেলে অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কথায় আছে দিল্লি বহুত দুরাস্থ। বাস্তবেও ঢাকা থেকে দিল্লি বহুদূর, তবে এই নগরের বাতাস বলে দিচ্ছে দিল্লির পরেই অবস্থান ঢাকার।

বিশ্ব বায়ু পরিস্থিতির প্রতিবেদনেও মিলছে এমনই তথ্য।

প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধুমাত্র বায়ু দূষণের কারনে বাংলাদেশে প্রতি বছরে এক লাখের বেশী মানুষের মৃত্যু হয়। এছাড়াও বায়ু দূষণের সবচেয়ে ক্ষতিকারক উপাদান পিএম 2.5 উৎপাদনের দিক থেকেও বাংলাদেশের অবস্থান বিশ্বে ৩য়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসীর আরাফাতের গবেষণায় উঠে এসেছে বায়ু সূচকে ঢাকায় দূষণের মাত্রা প্রায় প্রতিদিনই ৩শ ছাড়িয়ে যায়।

দিল্লিসহ বিশ্বের অন্যান্য শহরে এমন মাত্রা হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করা হয়।

প্রকৌশলী আবদুস সোবহান জানান, শুধু স্বাস্থ্যঝুঁকিই নয় এভাবে বায়ু দূষণ বাড়তে থাকলে দেশের অর্থনীতিসহ সব খাতে পড়বে এর প্রভাব বলে মনে করছে পরিবেশ বাঁচাও আন্দোলন।

এমন ঝুঁকি কমাতে নির্মল বায়ু আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সচেতনতা মূলক কাজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)