ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।  

ভারতের রাজকোটে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দিল্লিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

ভারতের মতো সফরকারী দলেও তারুণ ক্রিকেটারদের পাল্লাটা ভারী। তুরুপের তাস হিসেবে প্রথম ম্যাচে দুটি উইকেট তুলে নিয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন আমিনুল ইসলাম। এই লেগ স্পিনারকে খেলার জন্য বিশেষ সেশন করেই মাঠে নামবে রোহিতের দল।

এদিকে স্পিনিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর ওপরও বাড়তি দৃষ্টি থাকবে ভারতের।

নিয়ন্ত্রীত বোলিংয়ের পাশাপাশি উইকেটও তুলেছেন এই অফ স্পিনার। অন্যদিকে নিজের অভিষেক ম্যাচে থিতু হয়ে দলকে এগিয়ে নিয়েছে মোহাম্মদ নাঈম শেখ। তিন জনের বয়স ২০।

এছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতাতো রয়েছেই। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ইতিহাস গড়ার জন্য প্রস্তুত বাংলাদেশ দল।  

এদিকে ভারতের বিপক্ষে উইনিং কম্বিনেশনই দেখা যেতে পারে বাংলাদেশতে। দ্বিতীয় ম্যাচে কোনও পরিবর্তন ছাড়াই  মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল