লিটন-নাঈমের ব্যাটে রানের ফুলঝুড়ি

লিটন-নাঈমের ব্যাটে রানের ফুলঝুড়ি

অনলাইন ডেস্ক

লিটন দাস ও নাঈম শেখের ব্যটিং দৃঢ়তায় শক্ত ভিত্তি গড়ার আভাস দিচ্ছে টাইগাররা। দিপক চাহারের করা ম্যাচের প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন লিটন দাস। পরের ওভারে খলিল আহমেদের প্রথম তিন বলেই বাউন্ডারি আসে মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে। ওই যে শুরু চলছে তো চলছে।

ম্যাচে ছয় এর মার না দেখা গেলেও চারের ফুলঝুড়ি লক্ষ করা যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৯। লিটন ২০ বলে ২৯। নাঈম ২৩ বলে ২৯ রানে ব্যাট করছেন।

ঘূর্ণিঝড় ‌‘মহা’র দুশ্চিন্তা দূর করে খেলা হচ্ছে রাজকোটে। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ভারত।

রাতে শিশির পড়বে, এ কারণে প্রথমে ফিল্ডিং করতে চেয়েছেন দুই দলের অধিনায়কই। টসে জিতে তাই রোহিত কোনো ঝুঁকি নেননি। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। দুই দলই একাদশে কোনো পরিবর্তন আনেনি।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত, ক্রুনাল পান্ডিয়া, শিভাব দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)