‌‘ঘূর্ণিঝড়ের কবলে’ ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ

‌‘ঘূর্ণিঝড়ের কবলে’ ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় 'বুলবুল'র কারণে ইতিমধ্যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এর মধ্যে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ হয়েছেন।

জানা গেছে, বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া নামক স্থানে এফ.বি. তরিকুল নামের একটি মাছধরার ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

বরগুনার নলী বাজারের ট্রলার মালিক সোয়েব জানান, শুক্রবার সন্ধ্যায় নিরাপদ আশ্রয়ে আসার সময় ১৫ জেলেসহ তার ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। ঝড় থেমে যাবার পর ট্রলারের সন্ধানে তিনি বের হবেন বলে জানান।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবিলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় শনিবার সচিবালয়ে একটি অস্থায়ী ‘কন্ট্রোল রুম’ খুলেছে।

মন্ত্রণালয়ের ৮০১ (ক) নম্বর কক্ষটিতে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে।

কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২-৯৫৪৬০৭২। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)