‘বুলবুল’র কারণে সুন্দরবনে আটকা ১ হাজার পর্যটক

পর্যটকবাহী নৌযান

‘বুলবুল’র কারণে সুন্দরবনে আটকা ১ হাজার পর্যটক

শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রতিনিধি

সুপার সাইক্লোনে রূপ নিয়ে সুন্দরবনের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‌‘বুলবুল’। এই অবস্থায় ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট, এই ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য উপভোগ করতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েছে এক হাজার দেশি-বিদেশি পর্যটক।  

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে আটকে পড়া এসব দেশি-বিদেশি পর্যটকদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব পর্যটকদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

ছোট-বড় ২০টির অধিক পর্যটকবাহী নৌযানে করে তারা এখন সুন্দরবনের খাল ও নদীতে নোঙ্গর করে থাকছে।

তবে, বঙ্গোপসাগর ঘেষা সুন্দরবনের কটকা ও কচিখালী বনের খাল ও নদীতে নোঙ্গর করে থাকা দেশি-বিদেশি পর্যটকরা বেশি ঝুঁকিতে রয়েছে।

সুন্দরবনের বিভিন্ন ট্যুর অপারেটর ও সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের মৃগমারী, তাম্বুলবুনিয়া, কটকা ও কচিখালীর বনের ছোট-ছোট খাল ও নদীতে নৌযানে নোঙ্গর করে থাকা দেশি-বিদেশি পর্যটকবাহী নৌযানগুলো ঝড়ো হাওয়ার কারণে এবং বঙ্গোপসাগর ও নদী উত্তাল থাকায় তারা লোকালয়ে ফিরতে পারছে না। কোস্টগার্ডসহ উদ্ধারকারীরা  যেতে পারছে না সেখানে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)