'ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়েছে'

'ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়েছে'

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে এগিয়ে এসে সুন্দরবন এলাকায় আঘাত হেনেছে। এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার (৯ নভেম্বর) মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-সংলগ্ন সুন্দরবন দিয়ে সাতক্ষীরা ও খুলনা উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রম করে আরও দুর্বল হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

ঘূর্ণিঝড় ও মুন ফেজ এর প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল