'বড় পারফরম্যান্সের খুব কাছে মোস্তাফিজ'

'বড় পারফরম্যান্সের খুব কাছে মোস্তাফিজ'

অনলাইন ডেস্ক

বাংলাদেশ তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে চিন্তিত নন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার বিশ্বাস, শিগগির নিজের সামর্থ্যের প্রমাণ দেবেন কাটার মাস্টার।

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে বল হাতে ভালো করতে পাড়েনি মোস্তাফিজ। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের পারফরম্যান্সটা এমনই হতশ্রী।

তবু তার প্রতি আস্থা হারাচ্ছেন না ডমিঙ্গো। বরং তাকে ম্যাচ উইনার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

সিরিজে ১-১ সমতা আছে। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে ভারত-বাংলাদেশ।

এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, সে (মোস্তাফিজ) একজন মানসম্পন্ন বোলার। ও ম্যাচ উইনার এবং আমাদের সবচেয়ে অভিজ্ঞ বোলারদের একজন।  

আমি মনে করি, একটা বড় পারফরম্যান্সের খুব কাছাকাছি আছে ফিজ। এ সংস্করণে বোলারদের ওপর বেশ চাপ থাকে। বিশেষ করে শক্তিশালী দলের বিপক্ষে ব্যাটিং উইকেটে যদি ভেজা বলে বোলিং করতে হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল