প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে নিহত ৪

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ চাপা পড়ে দুই জেলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া বরগুনায় আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের।

এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চার জেলায় বিভিন্ন দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য পাওয়া গেছে।

পটুয়াখালীতে দমকা হওয়ায় গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে মির্জাগঞ্জ উপজেলায় হামেদ ফকির নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত হামেদ ফকিরের বয়স ৬৫ বছর। পেশায় তিনি ছিলেন একজন মৎস্যজীবী।

এছাড়া খুলনার দীঘলিয়া এবং দাকোপ উপজেলায় গাছের নীচে চাপা পড়ে নারীসহ দু'জনের নিহত হয়েছেন।

নিহতরা হলেন- দীঘলিয়া উপজেলায় সেনহাটির আলমগীর হোসেন (৩২) এবং দাকোপের প্রমীলা মণ্ডল (৫২)। সকাল ১০ টার দিকে দুই উপজেলায় গাছ ভেঙে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

বরগুনায় শনিবার রাতে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিচুর রহমান জানান, শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন ৭০ বছর বয়সী হালিমা খাতুন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল