‘বুলবুল’র রাতে জন্ম, তাই নাম ‘বুলবুলি’

‘বুলবুল’র রাতে জন্ম হওয়ায় এই শিশুর নাম রাখা হয়েছে ‘বুলবুলি’।

‘বুলবুল’র রাতে জন্ম, তাই নাম ‘বুলবুলি’

শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাত হানার খবরে আতঙ্কে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সন্তান সম্ভবা হনুফা বেগম।

স্বামী বায়েজিদ শিকদার ও পরিবারের অন্য সদস্যসহ আশ্রয় নিয়েছিলেন মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেই রাত ১টা ১৫ মিনিটে জন্ম হয় এক কন্যাশিশুর। যার নাম রাখা হয়েছে ‘বুলবুলি’।

বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, মোংলার মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রাতে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। যার নাম রাখা হয়েছে ‘বুলবুলি’। এর আগে খবর পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকাকে সেখানে পাঠানো হয়েছিল।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদুল হাসান ঘটনাস্থলে যান এবং মা-মেয়ের শারীরিক অবস্থার খোঁজ নেন।

বর্তমানে মা মেয়ে দুজনই সুস্থ রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষে সন্তান ও মায়ের সার্বিক সহযোগিতা হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হবে বলে তিনি জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)