ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে প্রাণ হারাল ১৪ জন

ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে প্রাণ হারাল ১৪ জন

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে এ পর্যন্ত ১৪ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে বাগেরহাটে ২ জন, খুলনায় ২ জন, পটুয়াখালী ১ জন, বরগুনায় ২ জন, ভোলায় ১ জন, পিরোজপুরে ১ জন, সাতক্ষীরায় ১ জন, মাদারীপুরে ১ জন, বরিশালে ১ জন, শরীয়তপুরে ১ জন, গোপালগঞ্জে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি,বিপুলসংখ্যক গাছ উপড়ে পড়েছে কয়েকটি স্থানে এবং বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত বুলবুলে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে ১৪ জনের মৃত্যুর সম্পর্কে।

খুলনা: খুলনায় ঝড়ো বাতাসে গাছ ভেঙে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে গাছ চাপায় এক নারীর মৃত্যু ঘটে। একই দিনে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৯নং কাতানিপাড়া গ্রামে সকাল সাড়ে ১০টায় একজন  গাছ চাপায় নিহত হন।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

তবে প্রশাসনের ভাষ্যমতে তি‌নি অসুস্থতায় মারা গেছেন। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা। এখানে কয়েক হাজার বাড়িঘর উজাড় হয়েছে এবং ভেঙে গেছে সহস্রাধিক গাছপালা।  

পটুয়াখালী: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পটুয়াখালীতে ৩ জন নিহত ও ১২ জন আহতের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার ঘরবাড়ি, ২৫ হাজার হেক্টর জমির আমনসহ শীতকালীন সবজি ও  দুই কিলোমিটার বেড়িবাঁধ।
স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতার জোয়ার ভাসিয়ে দিয়েছে পটুয়াখালী শহরসহ জেলার অন্তত চল্লিশটি গ্রাম ও চরাঞ্চল।

বরগুনা: বরগুনা সদর উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে এক নারীর মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তিনি উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। তার মৃত্যু হয় শনিবার রাতে।  
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হালিমা খাতুন নামের ওই নারীর মৃত্যুর কারণ অসুস্থতা।  

এদিকে বরগুনার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে। তাছাড়া বরগুনায় ৬৪ মাঝি-মাল্লাসহ ৭টি মাছধরার ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে।

বরিশাল: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে বরিশালে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারশী এলাকায় এ ঘটনা ঘটে।

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়া গাছ চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাগেরহাট: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গাছ ভেঙে বা‌গেরহা‌ট রামপালের উজলকুড় ইউ‌নিয়নে গাছ চাপায় এক‌টি মে‌য়ের প্রাণহা‌নি ঘ‌টে‌ছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) কামরুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত করেন।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
 
পিরোজপুর: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুরে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাজিরপুরে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অপর এক স্থানে একই কারণে হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছে দুই শিশু। এছাড়া ভাণ্ডারিয়া উপজেলায় এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

মাদারীপুর: রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামে ঝড়ো হাওয়ায় ঘরের চাল পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল /ডিএ