অবৈধ সম্পদ অর্জনে সম্রাট-আরমানের নামে মামলা

অবৈধ সম্পদ অর্জনে সম্রাট-আরমানের নামে মামলা

অনলাইন ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের নামে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকে মামলা দুটি দায়ের করেন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন।

অন্যদিকে এনামুল হক আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন সালাউদ্দিন।

তিনি আরও বলেন, সম্রাটের মামলায় ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে। একইভাবে ২ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে আরমানের বিরুদ্ধে মামলা করা হয়।

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে গত ৬ই অক্টোবর কুমিল্লা থেকে ভোরে ইসমাইল চৌধুরী সম্রাট ও  এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল