নতুন বউ নিয়ে ঘরে ফেরা হলো না বরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হলো না বরের

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহরে অপরাধে কনের বাবা ও বরকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ফরিদপুরের সদরপুর উপজেলার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মিতু আক্তারের বাল্যবিবাহরে আনুষ্ঠানিকতা চলছিল।

আজ মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার ঘটনা স্থলে গিয়ে বাল্যবিবাহরে অপরাধে মেয়ের বাবা ও বরকে আটক করেন।  

তথ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বাল্যবিয়ে নিধোন আইন ২০১৭ সালের ৮/১ধারায় কনের বাবা মোঃ মিজান কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাল্যবিয়ে করার অপরাধে বর শেখ সুজনকে বাল্যবিয়ে নিধোন আইন২০১৭ সালের ৭/১ ধারায় বরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

জানা যায়, স্থানীয় ইউনিয়নে জন্মসনদ না করে ফরিদপুর পৌরসভা থেকে বয়স বেশী দেখিয়ে ভূয়া জন্ম সনদ তৈরি করে, ২০ দিন আগে কাবিন সম্পূর্ণ করে।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, বাল্যবিয়ে আমাদের সমাজে একটি ভয়ানয়ক ব্যাধী। এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। আমি উপজেলার সকলের সহযোগীতায় সদরপুর উপজেলাকে বাল্যবিবাহ্ মুক্তকরব।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল