ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুর এলাকায় মঙ্গলবার গভীর রাত পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাদ্দাম হোসেন (২৬) নামে একজন নিহত হয়েছেন। যিনি ডাকাত কলে দাবি করেছে পুলিশ।  এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় তিন 'ডাকাত' আটক হয়েছে।

তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদ মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

নিহত সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়ার কাঙ্গাল মিয়ার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের দাবি, জেলা গোয়েন্দা পুলিশ, আশুগঞ্জ থানা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে পুলিশের একটি দল ডাকাতির প্রস্তুতির খবরে ডাকাত ধরতে যাত্রাপুর এলাকার চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করে।

এ সময় ডাকাতরা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)