আক্কেলপুরে কমেছে মরিচের দাম, পিঁয়াজ অপরিবর্তিত

আক্কেলপুরে কমেছে মরিচের দাম, পিঁয়াজ অপরিবর্তিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরের হাট ও বাজারগুলোতে কাঁচা মরিচের দাম অনেকটা নিম্নমুখী হলেও পিঁয়াজের বাড়তি দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, তিন মাস পূর্বে হঠাৎ করে বেড়ে যাওয়া পিঁয়াজের দাম কমেনি।

খুচরা বাজারে প্রতি কেজি পিঁয়াজ রকম ভেদে ১২০ টাকা থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝখানে কাঁচা মরিচ হঠাৎ করে খুচরা বাজারে ৮০ টাকায় উঠলেও তা নেমে এখন ৩২টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতের সকল সবজির আমদানী কম। এ কারণে শীতের সব ধরণের সবজির দাম অন্যান্য বছরে এ সময়ে যা ছিল তার চেয়ে কিছুটা বেশি।

দাম বৃদ্ধির কারণ হিসেবে সকলে অসময়ে বৃষ্টিকে দায়ী করছেন। আবহাওয়া ভাল থাকলে দ্রুত শীতের সকল সবজির আমদানি বাড়বে এবং একই সাথে দাম কমে যাবে এমনটাই আশা কৃষক, কৃষাণী, ব্যবসায়ী ও ভোক্তাদের।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ