২৬ রকম নকল কসমেটিক্স তৈরির হোতারা আটক

অনলাইন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জের আতাসুর এলাকায় অভিযান চালিয়ে নকল জনসন বেবি লোশনসহ প্রায় সাড়ে ৮ কোটি টাকার বেবি কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে র‍্যাব। এসময় আটক করা হয় পাঁচজনকে।

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

র‍্যাব জানায়, নানা রকমের কেমিকেল মিশিয়ে বড় পাতিলে দেড় ঘণ্টা জাল দেওয়ার পর সেগুলোতে সুগন্ধি মিশিয়ে বাজারের জনসন বেবি লোশনের হুবহু নকল বোতলে ঢোকানো হচ্ছে।

এছাড়া সেখানে জনসন বেবি অয়েল, অলিভ অয়েল, কুমারিকা হেয়ার ওয়েল, ডাবর আমলা তেলসহ আরও বেশ কয়েকটি বিদেশি পণ্যের নকল উৎপাদনের খোঁজ পান তারা।

র‍্যাব জানায়, অতিরিক্ত লাভের আশায় এসব নকল পণ্য তৈরি করছে একটি চক্র, সঙ্গে জড়িত বাড়ির মালিকেরা।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, এখানকার তৈরি কসমেটিক্স সারা দেশে ছড়িয়ে পড়ে। বাচ্চাদের জন্য এগুলো অত্যন্ত ক্ষতিকারক।

এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। ফলে এসব নকল পণ্য কিনে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)