বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শাহজাহান কামাল

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শাহজাহান কামাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে মঙ্গলবার তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার একদিন পর আজ বুধবার মন্ত্রিসভায় রদবদল হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সংসদ সদস্য (রাজবাড়ী-১) কাজী কেরামত আলী।  

সম্পর্কিত খবর