খুলনায় সেরা করদাতা ৭৭ জনকে সম্মাননা

খুলনায় সেরা করদাতা ৭৭ জনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আয়কর মেলা শুরু২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চলের ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার খুলনা সিটি ইন হোটেলে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ও দীর্ঘ সময় কর প্রদানকারীদের এ সম্মাননা জানানো হয়। এতে প্রধান ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।  

খুলনা কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. আব্দুল মান্নান শিকদার, কর কর্মকর্তা মো. মোস্তবা আলী, রফিকুল ইসলাম চৌধুরী, ড. অঞ্জন কুমার সাহা ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক।

 
  
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চলে দুই হাজার চারশত কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থ বছরে কর আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই হাজার আটশত ৪০ কোটি টাকার বিপরীতে প্রথম প্রান্তিকেই ছয়শত ২৯ কোটি টাকা আদায় করা হয়েছে।  

যা প্রথম চার মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। ২৪ হাজার নতুন করদাতা সনাক্তকরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩৪ হাজারে বেশি নতুন করদাতা টিআইএন নিবন্ধন গ্রহণ করেছেন।

এ নিয়ে খুলনা কর অঞ্চলের মোট টিআইএন ধারীর সংখ্যা দাঁড়ালো প্রায় তিন লাখ ৬৫ হাজার।

এদিকে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বৃহস্পতিবার থেকে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। মেলায় সহজ, ভোগান্তিমুক্ত ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ৪২টি স্টল থাকবে। রিটার্ন জমা, নতুন টিআইএন গ্রহণ, ব্যাংকের বুথসহ সংশ্লিষ্ট সকল সেবা মেলার স্টলেই মিলবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল