নববর্ষে সোহেল তাজকে চিঠিতে যা লিখেছিলেন মা

ফেসবুক থেকে সংগৃহীত

নববর্ষে সোহেল তাজকে চিঠিতে যা লিখেছিলেন মা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নতুন বছরে প্রিয় সন্তান সোহেলের সাফল্য কামনা করে চিঠি লিখেছিলেন সৈয়দা জোহরা তাজউদ্দিন। অনেক বছর আগে লেখা হয়েছিল সেই চিঠি। নতুন বছরে সন্তানের শুভকামনা ছিল চিঠির পরতে পরতে। আরও একটি নতুন বছর এসেছে।

কিন্তু জোহরা তাজউদ্দিন আর বেঁচে নেই। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জোহরা তাজউদ্দিন মারা যান। নতুন বছরে মায়ের জন্য স্মৃতিকাতর সোহেল তাজ। ফেসবুকে পুরোনো চিঠিটি শেয়ার করেছেন তিনি।
 

চিঠিতে লেখা: 

‘প্রিয় সোহেল,

নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা নিও। আবার একটি নুতন বৎসর আমরা উপহার পেলাম। বাবা সোহেল, এই বৎসর তোমার জন্য বয়ে আনুক অনেক সাফল্য, জীবনের দরজা তোমার প্রতিষ্ঠিত হবার পথকে উন্মুক্ত করুক। সময়কে অনেক সাবধানে অনেক মূল্য দিয়ে ব্যবহার করবে।

news24bd.tv

বাবার অনেক আরাধ্য কাজ পড়ে আছে। নিজেকে যোগ্য করে তৈরি হতে হবে।

নতুন বৎসরে তোমার টেলিফোন ও চিঠি, ফ্যাক্সে আমার সাথে কথা বলবে। আবার একটি নতুন বৎসর আমরা উপহার পেলাম। এই উপহারের দাম অমূল্য। এই অমূল্য জিনিসকে যত্ন নিয়ে সদ্ব্যবহারের মধ্যে যত আনন্দ পাওয়া যায়, পৃথিবীর কোনো কিছুতে এত আনন্দ নেই। একে গ্রহণ কর। প্রাণ ঢেলে সাজিয়ে নাও, তুমি পারবে। দৃঢ় মনোবল তোমাকে সেই শক্তি যোগাবে।

আমি তুমি আমরা সবাই কাজের মধ্যে বেঁচে থাকব, এই আশার বাণী এবং শুভেচ্ছা ভালোবাসা জানালাম। '

সম্পর্কিত খবর