পেঁয়াজের দাম আজ ডাবল সেঞ্চুরি!

পেঁয়াজের দাম আজ ডাবল সেঞ্চুরি!

অনলাইন ডেস্ক

অতীতের সব রেকর্ড ভেঙে দেশি পেঁয়াজের দাম ২০০ টাকায়  পৌঁছেছে। এটি স্মরণকালের সর্বোচ্চ দাম। রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারি মূল্য ২০০ টাকা।

সরকারের নিয়মিত মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা।

  পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা গেছে। পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছেন সে প্রশ্ন সাধারণ মানুষের।

কারওয়ান বাজারে আজ মিশর থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ আর দেশি পেঁয়াজের দাম ২০০ টাকা বিক্রি হচ্ছে।  

বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন তারা।

এদিকে সরকারি বিপণন সংস্থা টিবিসি বৃহস্পতিবারের পিঁয়াজের বাজার দর উল্লেখ করেছে, প্রতি কেজি ১৫০ থেকে ১৭০ টাকা। এরমধ্যে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা এবং দেশি পিঁয়াজ প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল