দেশবাসীর শুভকামনা গুলতেকিনের সাথেই

দেশবাসীর শুভকামনা গুলতেকিনের সাথেই

অনলাইন ডেস্ক

গুলতেকিন খান বিয়ে করেছেন। একাধার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমদকে বিয়ে করেছেন তিনি।   সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে পারিবারিকভাবে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আফতাব আহমদের অতিরিক্ত সচিব ছাড়াও কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে।

আফতাব আহমদও গুলতেকিনের বন্ধুত্ব দীর্ঘদিনের। এদিকে গুলতেকিনের বিয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর থেকেই শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন।  

জাকির হোসাইন মুনশি নামের একজন লিখেছেন, ‌'এমন সুন্দর সিদ্ধান্ত আরও আগেই নেয়া উচিত ছিল। হয়তো ছেলেমেয়ে ছোট থাকার কারণেই এই ধরণের সিদ্ধান্ত আগে নেননি তিনি।

তাদের দাম্পত্য সুখের হোক এই কামনা করি। '

আজিজুর রহমান শাহীন নামের এক লোক লিখেছেন, 'গুলতেকিন দেরিতে হলেও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুভ কামনা উভয়ের জন্য। '

গুলতেকিন খান প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী। ১৯৭৩ সালে গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয়েছিল। তাদের বিবাহ-বিচ্ছেদ হয় ২০০৩ সালে। আফতাব আহমদও আগে বিয়ে করেছিলেন। প্রায় ১০ বছর আগেই সেই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে আফতাব আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন তিনি।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ