'খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে'

'খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে'

অনলাইন ডেস্ক

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা আশা করি খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে।

দেশে আরও ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে। সেটা এলেই পেঁয়াজের চাহিদা পূরণ হয়ে যাবে।

শুক্রবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আমরা প্রথমে বার্ষিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি কত তা নিরূপণ করি। এরপর আমদানি করি। কিন্তু এ বছর সেটি ঠিকভাবে নিরূপণ করতে পারি নাই। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলেও একটা প্রভাব পড়েছে।

তিনি বলেন, ভারত থেকে আমরা সবচেয়ে বেশি পেয়াজ আমদানি করি। কিন্তু ভারত এ বছর সেটি বন্ধ করে দিয়েছে। পৃথিবীর অনেক দেশে এ বছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। এ সবগুলো মিলেই পেঁয়াজের বাজারে একটা প্রভাব পড়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল