৩৩৩-তে ফোন করুন, সেবা নিন

৩৩৩-তে ফোন করুন, সেবা নিন

অনলাইন ডেস্ক

ব্যালবিবাহ, খাদ্যে ভেজাল, মাদক এবং পরিবেশ বিষয় সহ সবধরনের নাগরিক সেবা দিতে সরকার চালু করেছে ৩৩৩ (ট্রিপল থ্রি)। দেশের যেকোনো প্রান্ত থেকে ট্রিপল থ্রিতে ফোন করে নাগরিকরা সেবা নিতে পারবেন।

কলসেন্টার '৩৩৩' মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণার বিষয়ে বাগেরহাটে শনিবার দুপুরে জেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের আয়োজনে ওই প্রেস কনফারেন্সে জানানো হয়, দেশের যেকোনো প্রান্ত থেকে ট্রিপল থ্রিতে কল করলে নাগরিকরা যেকোনো সেবা নিতে পারবেন।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে '৩৩৩'-তে ফোন করে নাগরিকরা তাদের চাহিদামতো সেবা পাচ্ছেন।

২০১৮ সালের ১২ এপ্রিল 'ট্রিপল থ্রি'র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এপর্যন্ত তিন মিলিয়নেরও বেশি মানুষ ট্রিপল থ্রিতে ফোন করেছেন। এর মধ্যে ১৫ জুন পর্যন্ত শুধুমাত্র বাগেরহাট জেলার ১৫ হাজার ৪৪২ জন মানুষ ট্রিপল থ্রিতে কল দিয়ে সেবা নিয়েছেন।

কনফারেন্সে আরো জানানো হয়, বাগেরহাট থেকে ট্রিপল থ্রিতে কল করে অধিকাংশ নাগরিকরা ব্যালবিবাহ বন্ধ, খাদ্যে ভেজাল, মাদক এবং পরিবেশ বিষয় নিয়ে কথা বলেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক