সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতীকী ছবি

সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুন্দরবনে কোস্টগোর্ডের সাথে বনদস্যুদের বন্দুক যুদ্ধের পর উদ্ধার হয়েছে অপহৃত ১১ জেলেসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড তাজা গুলি। এসময়ে ৬টি জেলে নৌকা ও বনদস্যুদের ব্যবহৃত দুটি নৌকা উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের কয়রা ভুলশর ভারানী এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।  

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. হায়াত জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভুলশর ভারানী এলাকায় অভিযানে গেলে বনদস্যুরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় আমরাও পাল্টা গুলি ছুড়ি। আধা ঘন্টা ধরে দু'পক্ষের গুলি বিনিময় চলে। এক পর্যায়ে বনদস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে ঐ এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়।
এসময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড তাজা গুলি, ৬টি জেলে নৌকা ও বনদস্যুদের ব্যবহৃত দুটি নৌকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর