এসপির নির্দেশে মাইকিং করে ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি

এসপির নির্দেশে মাইকিং করে ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশে মজুদকৃত ৪০ টন পেঁয়াজ ১৫০ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল থেকে জেলার শিবগঞ্জে এই পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।  

জানা গেছে, শিবগঞ্জ বাজারে পেঁয়াজের আড়ৎদার তাজেল মেম্বার, আজিজুল হক, নাসিরুল হক, জোহরুল ও আব্দুল লতিফ তাদের গুদামে প্রায় ৪০ টন পিয়াজ মজুদ রেখেছে বলে শনিবার সন্ধ্যায় জানতে পারে পুলিশ। পরে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান।

এ সময় পুলিশ কাগজপত্র দেখে পেঁয়াজ মজুদদারদের রোববার সকালের মধ্যে মাইকিং করে খুচরা ১৫০ টাকা এবং পাইকারি ১৪০ টাকা দলে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেয়।   

এ প্রেক্ষিতে আজ রোববার সকাল থেকে মাইকিং করে উল্লেখিত দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। এদিকে সকাল থেকেই দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শিবগঞ্জ থানার ওসি মো. সামশুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল