‘গৌতম গম্ভীর নিখোঁজ’, খোঁজা হচ্ছে পোস্টার লাগিয়ে

গৌতম গাম্ভীর কে খুঁজতে এভাবেই পোস্টার লাগানো হয়েছে দিল্লীর রাস্তায়।

‘গৌতম গম্ভীর নিখোঁজ’, খোঁজা হচ্ছে পোস্টার লাগিয়ে

অনলাইন ডেস্ক

‌‌দিল্লি দূষণ নিয়ে দূষণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত না থাকায় পূর্ব দিল্লির বিজেপি সাংসদ, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের ওপর ক্ষেপেছে আম আদমি পার্টি। এ নিয়ে তারা গৌতম গম্ভীর নিখোঁজ বলে পোস্টার ছাপিয়েছেন। দিল্লির রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে সেই ‘নিখোঁজ’ পোস্টার। পোস্টারে তার ছবিও যোগ করা হয়েছে।

পোস্টারে লেখা হয়, ‘আপনারা কি এই মানুষটিকে দেখেছেন? তাকে শেষ দেখা গিয়েছিল ইনদওরে জিলিপি খেতে। ’

দীপাবলির সময় থেকে দিল্লির দূষণ ভয়াবহ চেহারা নিয়েছে। ধোঁয়াশায় ঢেকে গেছে আকাশ। বাতাসের গুণগত সূচক 
নেমে এসেছে ‘অতি বিপজ্জনকে’।

সব মহলই এর সমাধান খুঁজছে। সে কারণেই সংসদের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়।  

গত ৮ নভেম্বর বৈঠকে হাজির থাকার জন্য অনুরোধ করে লোকসভার সেক্রেটারিয়েট থেকে নোটিস পাঠানো হয় স্থায়ী কমিটির ২৯ জনকে।

বৈঠকে ২৫ জনই অনুপস্থিত। এ তালিকায় ছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন না। বৈঠকে আসেননি দিল্লি ডেভলপমেন্ট অথরিটির ভাইস প্রেসিডেন্ট তরুণ কপূর-সহ দিল্লি মিউনিসিপল কর্পোরেশনের বহু গুরুত্বপূর্ণ নেতাও। এত সদস্যের অনুপস্থিতিতে শুক্রবার বৈঠকই বাতিল হয়।

এদেকি ইনদরে ভারত-বাংলাদেশ ম্যাচের ধারাভাষ্যের কাজে ব্যস্ত থাকায় বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও।

সেখানে তাঁর জিলাপি খাওয়ার ছবি ভাইরাল হয়। ছবি পোস্ট করেন তার এক সময়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। তারপরই শুরু হয় গম্ভীরকে নিয়ে আলোচনা-সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইটে লেখা হয়, ‘দিল্লি দম আটকে মরছে আর গৌতম গম্ভীর ইনদওরে মজা করছেন। তার উচিত ছিল দিল্লিতে এসে দূষণ নিয়ে বৈঠকে হাজির থাকা। ’

গম্ভীর অবশ্য কিছুটা ‌‘গম্ভীর’ হয়ে এর পাল্টা জবাব দেন।

তিনি লেখেন, ‘কেন্দ্রের মানুষ আমার কাজ দেখে বিচার করবেন। দিল্লির ‘সৎ মুখ্যমন্ত্রী’-র চ্যালাদের করা অপপ্রচারে কাজ হবে না। ’

সূত্র: আনন্দবাজার

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর