‌‌‘গ্যাস লাইনে কোনো লিকেজ ছিল না’
চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণ

‌‌‘গ্যাস লাইনে কোনো লিকেজ ছিল না’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনে কোনো লিকেজ ছিল না বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর এ তথ্য নিশ্চিত করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন।

এ ব্যাপারে পেট্রো বাংলাকে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন।

উল্লেখ্য, রোববার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় একটি ভবনের নিচতলায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর দেয়াল ধসে পাশের রাস্তা ও আরেকটি বাড়ির ওপর গিয়ে পড়ে। এতে সাতজন নিহত হন। নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া (৪০), গৃহিণী জুলেখা খানম ফারজানা (৩০) ও তাঁর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছেলে আতিকুর রহমান শুভ (৮), মোহাম্মদ সেলিম (৪০), মোহাম্মদ শুক্কুর (৪২) এবং রঙমিস্ত্রি নুরুল ইসলাম (৪০)।

এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে নয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)